ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

জিহ্বায় ঘা— আর নয় অবহেলা!

জিহ্বায় ঘা হওয়াকে অনেকেই সাধারণ সমস্যা বলে মনে করেন। শীতকালে এই রোগটি বেশি দেখা যায়। মূলত ভিটামিনের ঘাটতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, কম পানি পান করা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে। শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলেও জিহ্বায় ঘা হতে পারে। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কিছুটা কমে।

তবে এই সমস্যাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দ্রুত পথ্য নেওয়া বা কিছু ঘরোয়া উপায় অনুসরণ করা জরুরি। জিহ্বায় ঘা শুধু জ্বালাপোড়া বা কথা বলতে কষ্ট হওয়ার সমস্যা নয়। এটি মাউথ আলসারের অন্তর্ভুক্ত, যা অনেক সময় ক্যানসারের লক্ষণও হতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে সঠিক চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করা উচিত।

কিছু কার্যকরী টোটকাঃ

১.হলুদ পানির কুলকুচিঃ
হলুদের গুঁড়া ২ চা চামচ পানিতে ফুটিয়ে ঠান্ডা করে কুলকুচি করুন। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে এবং জিহ্বার ঘায়ের যন্ত্রণাও কমবে।

২.এলাচ ও মধুর মিশ্রণঃ
এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। এতে আরাম পাবেন।

৩.গ্লিসারিন ও ফিটকারিঃ
গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখের ঘায়ে লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।

৪.ঘি ব্যবহারঃ
ঘি দিয়েও জিহ্বার ঘা সারানো যায়। রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে খাঁটি ঘি লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায়।

৫. অ্যালোভেরার রসঃ
অ্যালোভেরার রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন প্রদাহ সারাতেও কার্যকর। তাজা অ্যালোভেরার রস লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায়।

এই সহজ উপায়গুলো অনুসরণ করে জিহ্বার ঘা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

জিহ্বায় ঘা— আর নয় অবহেলা!

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

জিহ্বায় ঘা হওয়াকে অনেকেই সাধারণ সমস্যা বলে মনে করেন। শীতকালে এই রোগটি বেশি দেখা যায়। মূলত ভিটামিনের ঘাটতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, কম পানি পান করা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে। শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলেও জিহ্বায় ঘা হতে পারে। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কিছুটা কমে।

তবে এই সমস্যাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দ্রুত পথ্য নেওয়া বা কিছু ঘরোয়া উপায় অনুসরণ করা জরুরি। জিহ্বায় ঘা শুধু জ্বালাপোড়া বা কথা বলতে কষ্ট হওয়ার সমস্যা নয়। এটি মাউথ আলসারের অন্তর্ভুক্ত, যা অনেক সময় ক্যানসারের লক্ষণও হতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে সঠিক চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করা উচিত।

কিছু কার্যকরী টোটকাঃ

১.হলুদ পানির কুলকুচিঃ
হলুদের গুঁড়া ২ চা চামচ পানিতে ফুটিয়ে ঠান্ডা করে কুলকুচি করুন। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে এবং জিহ্বার ঘায়ের যন্ত্রণাও কমবে।

২.এলাচ ও মধুর মিশ্রণঃ
এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। এতে আরাম পাবেন।

৩.গ্লিসারিন ও ফিটকারিঃ
গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখের ঘায়ে লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।

৪.ঘি ব্যবহারঃ
ঘি দিয়েও জিহ্বার ঘা সারানো যায়। রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে খাঁটি ঘি লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায়।

৫. অ্যালোভেরার রসঃ
অ্যালোভেরার রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন প্রদাহ সারাতেও কার্যকর। তাজা অ্যালোভেরার রস লাগালে মুখের ঘা দ্রুত সেরে যায়।

এই সহজ উপায়গুলো অনুসরণ করে জিহ্বার ঘা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।