ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ক্ষোভে টিন দিয়ে ঘেরা মাঠের বাউন্ডারি (বেড়া) ভাঙচুর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আগামীকাল বুধবার ওই মাঠে দুই নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার বিকালে খেলার মাঠে হামলা চালিয়ে ওই টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান।

একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়। এ টুর্নামেন্টে দিনাজপুরের পার্বতীপুর ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ ফাইনালে ওঠে।

এ ফাইনাল খেলায় মাঠে দর্শক সমাগম বাড়াতে আয়োজক টি স্টার ক্লাবের পক্ষ থেকে- মূল (ফাইনাল) ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর জেলার নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণা দেয়া হয়।

মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনার ব্যাপারে- তিলকপুরের টি স্টার ক্লাবের সভাপতি স্থানীয় বিএনপি নেতা সামিউল হাসান বলেন, আগামীকাল বুধবার বিকালে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের প্রীতি খেলা ছিল। এর আগে আজ মঙ্গলবার আসরের নামাজের পর এক দল মুসল্লি খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নারীদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইউএনও স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাদের নিয়ে বসার কথা রয়েছে।’

স্থানীয়রা জানান, মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে টিকিটের বিনিময়ে খেলার আয়োজন করা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা ফুটবল দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ক্ষোভে টিন দিয়ে ঘেরা মাঠের বাউন্ডারি (বেড়া) ভাঙচুর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আগামীকাল বুধবার ওই মাঠে দুই নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার বিকালে খেলার মাঠে হামলা চালিয়ে ওই টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান।

একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়। এ টুর্নামেন্টে দিনাজপুরের পার্বতীপুর ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ ফাইনালে ওঠে।

এ ফাইনাল খেলায় মাঠে দর্শক সমাগম বাড়াতে আয়োজক টি স্টার ক্লাবের পক্ষ থেকে- মূল (ফাইনাল) ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর জেলার নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণা দেয়া হয়।

মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনার ব্যাপারে- তিলকপুরের টি স্টার ক্লাবের সভাপতি স্থানীয় বিএনপি নেতা সামিউল হাসান বলেন, আগামীকাল বুধবার বিকালে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের প্রীতি খেলা ছিল। এর আগে আজ মঙ্গলবার আসরের নামাজের পর এক দল মুসল্লি খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নারীদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইউএনও স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাদের নিয়ে বসার কথা রয়েছে।’

স্থানীয়রা জানান, মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে টিকিটের বিনিময়ে খেলার আয়োজন করা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা ফুটবল দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন।