ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কারাগারে

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।এর আগে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত।

এছাড়া বাবু নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং  দৈনিক কালবেলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি।

স্থানীয়রা জানান, গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ। আর ছাত্রদের মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ। এ ঘটনায় দায়ের করা ৩ মামলাসহ মোট ৪টি মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার কয়েকটি মামলায় মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কারাগারে

প্রকাশিত: ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।এর আগে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত।

এছাড়া বাবু নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং  দৈনিক কালবেলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি।

স্থানীয়রা জানান, গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ। আর ছাত্রদের মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ। এ ঘটনায় দায়ের করা ৩ মামলাসহ মোট ৪টি মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার কয়েকটি মামলায় মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে।