ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের হালখাতার মতো রাষ্ট্রেরও নবায়ন হোক: এনসিপি নেতা নাহিদ ইসলাম

লালমনিরহাটে অপহরণের পর শিশুর লাশ উদ্ধার, মুক্তিপণের জন্য হত্যার অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী মো. শাকিলকে (১০)। অপহরণের একদিন পর, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ওই এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তিন লাখ টাকা দাবি করেছিল, কিন্তু টাকা না পাওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

শাকিল ফকিরটারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় আনসারিয়া নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা জয়নব বেগম দৃষ্টিপ্রতিবন্ধী। সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করা হয় এবং এরপর অপহরণকারীরা তার মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রাতেই পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, এরপর তদন্ত শুরু হয়।

পুলিশ অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে শাকিলের প্রতিবেশী সহিদুল ও তার ছেলে সোহানকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, সহিদুলের বাড়ির পাশের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের নিচ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ সহিদুলের স্ত্রী সাহানাকেও আটক করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

লালমনিরহাটে অপহরণের পর শিশুর লাশ উদ্ধার, মুক্তিপণের জন্য হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১০ বছরের মাদ্রাসা শিক্ষার্থী মো. শাকিলকে (১০)। অপহরণের একদিন পর, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ওই এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তিন লাখ টাকা দাবি করেছিল, কিন্তু টাকা না পাওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

শাকিল ফকিরটারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় আনসারিয়া নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা জয়নব বেগম দৃষ্টিপ্রতিবন্ধী। সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করা হয় এবং এরপর অপহরণকারীরা তার মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রাতেই পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, এরপর তদন্ত শুরু হয়।

পুলিশ অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে শাকিলের প্রতিবেশী সহিদুল ও তার ছেলে সোহানকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, সহিদুলের বাড়ির পাশের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের নিচ থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ সহিদুলের স্ত্রী সাহানাকেও আটক করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”