গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালিয়ে সেনাবাহিনী ৮ জনকে আটক করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নূরনবী সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। জুয়া খেলার অভিযোগে ৮ জনকে আটক করা হয় এবং পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
সহকারী উপ-পুলিশ পরিদর্শক নূরনবী সরকার আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হবে।