ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা,দুই দেশের নাগরিকদের মাঝে সংঘর্ষ। আহত ২।

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চেষ্টা করলেও বিকেল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘটনার সূত্রপাত ঘটলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। ‍উত্তেজনা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ছড়িয়ে পড়ে। সীমন্তরেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকার নগরিকদের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘণ্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত নগরিকরা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোটা ও হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করছেন।

সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়দের অভিযোগ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরইগাছ কেটে ফেলেছে।

কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়।

স্থানীয় মিঠুন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা,দুই দেশের নাগরিকদের মাঝে সংঘর্ষ। আহত ২।

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চেষ্টা করলেও বিকেল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঘটনার সূত্রপাত ঘটলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। ‍উত্তেজনা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ছড়িয়ে পড়ে। সীমন্তরেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকার নগরিকদের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘণ্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত নগরিকরা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোটা ও হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করছেন।

সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়দের অভিযোগ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরইগাছ কেটে ফেলেছে।

কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়।

স্থানীয় মিঠুন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।