ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আমা‌দের লড়াই দীর্ঘ: উপদেষ্টা আসিফ

বুধবার (১৩ ন‌ভেম্বর) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভা‌বিপ্রবি) মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগ‌রিক ক‌মি‌টি আয়োজিত ‘মওলানা ভাসানী ও নতুন বাংলা‌দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

 

আসিফ মাহমুদ বলেন, আমরা শুধু এক দফায় শেখ হা‌সিনার পতন এনে দি‌তে পারতাম। কিন্তু এদে‌শের জনগণ জা‌নে শুধু ব্যক্তি শেখ হা‌সিনার পত‌নের ম‌ধ্য দি‌য়ে আমা‌দের মুক্তি সম্ভব নয়। ৭১ থে‌কে ২৪ পর্যন্ত যে ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা তৈ‌রি হ‌য়েছে তার ভীত অনেক গভীরে। তার শেকড় অনেক গভী‌রে প‌তিত। আমরা শুধু গাছটা কাট‌তে পে‌রে‌ছি কিন্তু শেকড় এখনো উৎপাটন কর‌তে পা‌রি‌নি। সেই লড়াই আমা‌দের চা‌লি‌য়ে যে‌তে হ‌বে।

 

 

তিনি বলেন, এদে‌শের ইতিহাস‌কে ক্ষমতাসীনরা তা‌দের মতো ক‌রে বিকৃত করার চেষ্টা ক‌রে‌ছে। তা‌দের বানা‌নো ইতিহাসের যে দেয়াল সেই দেয়ালে প্রথম আঘাতটা কর‌তে পে‌রে‌ছি। আমরা ব‌লে‌ছি এখা‌নে কোনো একক জা‌তির পিতা নেই। আমা‌দের অনেক ফাউন্ডিং ফাদার‌ র‌য়ে‌ছে। তার ম‌ধ্যে অন্যতম প্রধান একজন হ‌লেন মওলানা আব্দুল হা‌মিদ খান ভাসানী। পরব‌র্তী প্রজন্ম‌কে বাংলা‌দে‌শের যে ইতিহাস র‌য়ে‌ছে সেই প্রকৃত ইতিহাসটা তু‌লে ধর‌বো। ফাউন্ডিং ফাদার‌দের যে অক্লান্ত প‌রিশ্রম, আজন্ম লড়াইয়ের যে ইতিহাস র‌য়ে‌ছে প্রকৃত ইতিহাসটা তু‌লে ধর‌বে।

 

 

উপদেষ্টা আসিফ ব‌লেন, দা‌য়িত্ব নেয়ার পর থে‌কেই অনেকগু‌লো চ্যালেঞ্জ মোকা‌বিলা কর‌ছি। প্রশাস‌নের প্রত্যেকটা মানু‌ষের মননে মগ‌জে যে ফ্যাসিবাদী চিন্তা প্রতিষ্ঠিত হ‌য়েছে সেটা এক‌দি‌নে বা ১০ বছ‌রেও সেটা উপ‌ড়ে ফেলা সম্ভব নয়। পু‌রো একটি প্রজন্ম‌কে এই ফ্যাসিবা‌দী ব্যবস্থার বিরু‌দ্ধে উঠে আস‌তে হ‌বে এবং দাঁড়া‌তে হ‌বে। আমা‌দের প্রজন্ম প্রশাস‌নের প্রত্যেকটা জায়গা নতুন ক‌রে দায়িত্ব না নে‌বে ততক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বি‌লোপ হ‌বে ব‌লে ম‌নে হ‌চ্ছে না।

 

 

সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার, মাভা‌বিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 

এর আগে বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

আমা‌দের লড়াই দীর্ঘ: উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বুধবার (১৩ ন‌ভেম্বর) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভা‌বিপ্রবি) মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগ‌রিক ক‌মি‌টি আয়োজিত ‘মওলানা ভাসানী ও নতুন বাংলা‌দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

 

আসিফ মাহমুদ বলেন, আমরা শুধু এক দফায় শেখ হা‌সিনার পতন এনে দি‌তে পারতাম। কিন্তু এদে‌শের জনগণ জা‌নে শুধু ব্যক্তি শেখ হা‌সিনার পত‌নের ম‌ধ্য দি‌য়ে আমা‌দের মুক্তি সম্ভব নয়। ৭১ থে‌কে ২৪ পর্যন্ত যে ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা তৈ‌রি হ‌য়েছে তার ভীত অনেক গভীরে। তার শেকড় অনেক গভী‌রে প‌তিত। আমরা শুধু গাছটা কাট‌তে পে‌রে‌ছি কিন্তু শেকড় এখনো উৎপাটন কর‌তে পা‌রি‌নি। সেই লড়াই আমা‌দের চা‌লি‌য়ে যে‌তে হ‌বে।

 

 

তিনি বলেন, এদে‌শের ইতিহাস‌কে ক্ষমতাসীনরা তা‌দের মতো ক‌রে বিকৃত করার চেষ্টা ক‌রে‌ছে। তা‌দের বানা‌নো ইতিহাসের যে দেয়াল সেই দেয়ালে প্রথম আঘাতটা কর‌তে পে‌রে‌ছি। আমরা ব‌লে‌ছি এখা‌নে কোনো একক জা‌তির পিতা নেই। আমা‌দের অনেক ফাউন্ডিং ফাদার‌ র‌য়ে‌ছে। তার ম‌ধ্যে অন্যতম প্রধান একজন হ‌লেন মওলানা আব্দুল হা‌মিদ খান ভাসানী। পরব‌র্তী প্রজন্ম‌কে বাংলা‌দে‌শের যে ইতিহাস র‌য়ে‌ছে সেই প্রকৃত ইতিহাসটা তু‌লে ধর‌বো। ফাউন্ডিং ফাদার‌দের যে অক্লান্ত প‌রিশ্রম, আজন্ম লড়াইয়ের যে ইতিহাস র‌য়ে‌ছে প্রকৃত ইতিহাসটা তু‌লে ধর‌বে।

 

 

উপদেষ্টা আসিফ ব‌লেন, দা‌য়িত্ব নেয়ার পর থে‌কেই অনেকগু‌লো চ্যালেঞ্জ মোকা‌বিলা কর‌ছি। প্রশাস‌নের প্রত্যেকটা মানু‌ষের মননে মগ‌জে যে ফ্যাসিবাদী চিন্তা প্রতিষ্ঠিত হ‌য়েছে সেটা এক‌দি‌নে বা ১০ বছ‌রেও সেটা উপ‌ড়ে ফেলা সম্ভব নয়। পু‌রো একটি প্রজন্ম‌কে এই ফ্যাসিবা‌দী ব্যবস্থার বিরু‌দ্ধে উঠে আস‌তে হ‌বে এবং দাঁড়া‌তে হ‌বে। আমা‌দের প্রজন্ম প্রশাস‌নের প্রত্যেকটা জায়গা নতুন ক‌রে দায়িত্ব না নে‌বে ততক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বি‌লোপ হ‌বে ব‌লে ম‌নে হ‌চ্ছে না।

 

 

সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার, মাভা‌বিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 

এর আগে বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।