দীর্ঘ আন্দোলন ও প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট স্থানান্তরের কাজ শুরু হয়েছে। আগামী ২৪ মে থেকে শ্রেণি কার্যক্রম শুরু হতে পারে। মঙ্গলবার (২০ মে) থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় আসবাবপত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।
এ খবরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে শিক্ষার্থীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন।
চারুকলা ইনস্টিটিউটের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল বলেন, “আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিনের আন্দোলন, ধৈর্য ও ত্যাগের ফলস্বরূপ আমরা মূল ক্যাম্পাসে ফিরে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “৩০ হাজার শিক্ষার্থী, প্রশাসন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য সবার সম্মিলিত প্রয়াসের ফসল।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। শহরকেন্দ্রিক কর্মকাণ্ডের জন্য শহরের ক্যাম্পাসও ব্যবহার হবে।
উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ ভবন, আবাসন সংকটসহ নানা সমস্যার কারণে ২০২২ সাল থেকে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করে আসছিলেন।
সবশেষ ২১ এপ্রিল ৯ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন এবং ২২ এপ্রিল সিন্ডিকেট সভার মাধ্যমে স্থানান্তরের প্রজ্ঞাপন জারির পর তারা অনশন ভাঙেন।