ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের ভিশন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
নাহিদ লেখেন, মুক্তিযুদ্ধ, সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার আকাঙ্ক্ষা এনসিপির মূল ভিত্তি। বাংলার উপনিবেশবিরোধী ও ব্রাহ্মণ্যবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতাও তাদের রাজনৈতিক ও ঐতিহাসিক চেতনায় অন্তর্ভুক্ত।
তিনি বলেন, এনসিপি ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল, ইসলামি নৈতিকতা ও মানবিকতাকে মূল্যায়ন করে এবং সংখ্যালঘু ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে।
এনসিপি কোনো সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক মতবাদকে আদর্শ হিসেবে গ্রহণ না করে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি জাতি বা ধর্মভিত্তিক নয়, বরং বঙ্গীয় বদ্বীপের বহু ভাষা-সংস্কৃতির সভ্যতাগত পরিচয়কে ধারণ করে জাতীয় সংস্কৃতি গঠনের প্রত্যয় নিয়ে এগোচ্ছে।
নারীর মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, নেতৃত্ব, কর্মসংস্থান এবং পারিবারিক সম্পত্তিতে ন্যায্য অধিকার আদায়ে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদকে বাংলাদেশের জন্য সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে চিহ্নিত করে বলেন, এনসিপি এ বিষয়ে কঠোর রাজনৈতিক অবস্থান নেবে।
দলটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্রের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগর ব্যবস্থাপনা ও অর্থনৈতিক জোন উন্নয়নের ওপর গুরুত্ব দেবে।
সবশেষে নাহিদ ইসলাম বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠাই এনসিপির মূল রাজনৈতিক কর্তব্য।