ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর অন্তর্বর্তী প্রশাসন পেল সাত কলেজ।
রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কার্যক্রম ত্বরান্বিত করতেই অধ্যাপক ইলিয়াসকে তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বিধিমোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের দায়িত্ব পালন করবেন।