ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ইশরাককে শপথ না পড়ানোর ১০টি কারণ জানালেন উপদেষ্টা আসিফ আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগে সার্চ কমিটি গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংবিধান প্রণয়নের লক্ষ্য এনসিপির: নাহিদ ইসলাম ভিসা প্রক্রিয়ায় প্রতারণা এড়াতে সতর্কতা, কুয়েতের ভিসা মিলছে বিশেষ অনুমতি ছাড়াই সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এ কে এম ইলিয়াস জাতীয় ঐকমত্যের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই: আলী রীয়াজ ১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি গাজার খান ইউনিসে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করলো ইসরায়েল

চুরি হওয়া জাহাজের মালিক শনাক্ত, মামলা তিনজনের বিরুদ্ধে

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিস জাহাজের মালিক অবশেষে শনাক্ত হয়েছে। জানা গেছে, এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এটি চুরি হয়।

 

এ ঘটনায় টাঙ্গাইলের কালিহাতী থানায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে নৈশপ্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, শনিবার (১৭ মে) রাতে মামলাটি এজাহারভুক্ত হয় এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

জানা যায়, এম টি আনোয়ারা নাসির-২ নামের জাহাজটি চাঁদগাঁওয়ের মো. নাসির উদ্দিনের মালিকানাধীন। এটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান টিএলএনকে যমুনা রেলসেতুর কাজে ভাড়া দিয়েছিল। কাজ শেষে নদীর পূর্বপাড়ে জাহাজটি ভেড়ানো হয় এবং গার্ড জাহাঙ্গীরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সে অন্যদের সহায়তায় এটি চুরি করে।

 

জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা, যার মধ্যে ইতোমধ্যে ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে জানিয়েছেন সুমন সাহা।

 

স্থানীয়রা জানান, কিছুদিন আগে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের কাছে দেখা যায়। এরপর চোরচক্র লোহা কাটার যন্ত্র দিয়ে জাহাজের ওপরের অংশ ও ইঞ্জিন কেটে নিয়ে যায়। পুলিশ বিষয়টি জানার পর থেকে চক্রের সদস্যরা আর আসেনি। এখনো যমুনা নদীর তীরে জাহাজটি ভেড়ানো অবস্থায় রয়েছে।

জনপ্রিয়

সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

চুরি হওয়া জাহাজের মালিক শনাক্ত, মামলা তিনজনের বিরুদ্ধে

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিস জাহাজের মালিক অবশেষে শনাক্ত হয়েছে। জানা গেছে, এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এটি চুরি হয়।

 

এ ঘটনায় টাঙ্গাইলের কালিহাতী থানায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে নৈশপ্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, শনিবার (১৭ মে) রাতে মামলাটি এজাহারভুক্ত হয় এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

জানা যায়, এম টি আনোয়ারা নাসির-২ নামের জাহাজটি চাঁদগাঁওয়ের মো. নাসির উদ্দিনের মালিকানাধীন। এটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান টিএলএনকে যমুনা রেলসেতুর কাজে ভাড়া দিয়েছিল। কাজ শেষে নদীর পূর্বপাড়ে জাহাজটি ভেড়ানো হয় এবং গার্ড জাহাঙ্গীরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সে অন্যদের সহায়তায় এটি চুরি করে।

 

জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা, যার মধ্যে ইতোমধ্যে ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে জানিয়েছেন সুমন সাহা।

 

স্থানীয়রা জানান, কিছুদিন আগে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের কাছে দেখা যায়। এরপর চোরচক্র লোহা কাটার যন্ত্র দিয়ে জাহাজের ওপরের অংশ ও ইঞ্জিন কেটে নিয়ে যায়। পুলিশ বিষয়টি জানার পর থেকে চক্রের সদস্যরা আর আসেনি। এখনো যমুনা নদীর তীরে জাহাজটি ভেড়ানো অবস্থায় রয়েছে।