সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিস জাহাজের মালিক অবশেষে শনাক্ত হয়েছে। জানা গেছে, এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এটি চুরি হয়।
এ ঘটনায় টাঙ্গাইলের কালিহাতী থানায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে নৈশপ্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, শনিবার (১৭ মে) রাতে মামলাটি এজাহারভুক্ত হয় এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা যায়, এম টি আনোয়ারা নাসির-২ নামের জাহাজটি চাঁদগাঁওয়ের মো. নাসির উদ্দিনের মালিকানাধীন। এটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান টিএলএনকে যমুনা রেলসেতুর কাজে ভাড়া দিয়েছিল। কাজ শেষে নদীর পূর্বপাড়ে জাহাজটি ভেড়ানো হয় এবং গার্ড জাহাঙ্গীরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সে অন্যদের সহায়তায় এটি চুরি করে।
জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা, যার মধ্যে ইতোমধ্যে ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে জানিয়েছেন সুমন সাহা।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের কাছে দেখা যায়। এরপর চোরচক্র লোহা কাটার যন্ত্র দিয়ে জাহাজের ওপরের অংশ ও ইঞ্জিন কেটে নিয়ে যায়। পুলিশ বিষয়টি জানার পর থেকে চক্রের সদস্যরা আর আসেনি। এখনো যমুনা নদীর তীরে জাহাজটি ভেড়ানো অবস্থায় রয়েছে।