বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি ও মিথ্যা অভিযোগে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে।
রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এ আবেদন করেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি। শুনানি শেষে আদালত আগামী ২৫ মে আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।
মামলায় হাসান মশহুদের পাশাপাশি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমানকে আসামি করা হয়েছে।
আর্জিতে বলা হয়, আসামিরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা মিথ্যা অভিযোগ তৈরি এবং মামলা দায়েরের পূর্বে ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পনা ও বৈঠক করেছেন, যা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।