ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক যশোরে জুলাই আহতদের চেক বিতরণে হট্টগোল, ভুয়া অন্তর্ভুক্তির অভিযোগ অসীম ও অপু উকিলের জব্দ সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে একদিনের শোক, ক্লাস ও পরীক্ষা স্থগিত জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবারের মানববন্ধন, আওয়ামী সরকারের বিচার দাবি জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ছাড় হজে নুসুক আইডি কার্ড হারালে কী করবেন? বাংলাদেশে উৎপাদিত শুটকির ৮৭ শতাংশ নিরাপদ, মাত্র ১৩ শতাংশে কীটনাশকের উপস্থিতি মে মাসের দুই শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: এককালীন উত্তোলনের সুযোগ ও ইসলামিক সংস্করণ চালুর পরিকল্পনা

ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, দেওয়া হবে চাকরিও

অভিযানে গুঁড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশারচালককে দেড় লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে তাদের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

বুধবার (১৪ মে) উত্তর সিটি করপোরেশনে প্রশাসকের দপ্তরে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালকের হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় প্রশাসক আবারও জানান, ‘ঢাকা শহরের মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না।’

 

 

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথ অভিযান চালায়। এসময় মূল সড়কে চলাচলরত বেশকিছু ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এর মধ্যে কয়েকটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পরবর্তীতে গণমাধ্যমে চালকদের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তিন রিকশাচালককে সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই মতো আজ বিকেলে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার করে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

 

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না।’

জনপ্রিয়

আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক

ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, দেওয়া হবে চাকরিও

প্রকাশিত: ৮ ঘন্টা আগে

অভিযানে গুঁড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশারচালককে দেড় লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে তাদের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

বুধবার (১৪ মে) উত্তর সিটি করপোরেশনে প্রশাসকের দপ্তরে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালকের হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় প্রশাসক আবারও জানান, ‘ঢাকা শহরের মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না।’

 

 

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথ অভিযান চালায়। এসময় মূল সড়কে চলাচলরত বেশকিছু ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এর মধ্যে কয়েকটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পরবর্তীতে গণমাধ্যমে চালকদের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তিন রিকশাচালককে সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই মতো আজ বিকেলে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার করে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

 

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না।’