ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক যশোরে জুলাই আহতদের চেক বিতরণে হট্টগোল, ভুয়া অন্তর্ভুক্তির অভিযোগ অসীম ও অপু উকিলের জব্দ সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে একদিনের শোক, ক্লাস ও পরীক্ষা স্থগিত জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবারের মানববন্ধন, আওয়ামী সরকারের বিচার দাবি জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ছাড় হজে নুসুক আইডি কার্ড হারালে কী করবেন? বাংলাদেশে উৎপাদিত শুটকির ৮৭ শতাংশ নিরাপদ, মাত্র ১৩ শতাংশে কীটনাশকের উপস্থিতি মে মাসের দুই শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: এককালীন উত্তোলনের সুযোগ ও ইসলামিক সংস্করণ চালুর পরিকল্পনা

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরানোর সিদ্ধান্ত সরকারের

সরকার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মাত্র আট মাস আগে নিয়োগ পাওয়া বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিবকে শিগগিরই বিদায় জানানো হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

 

গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপরই চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব পদে আনা হয়।

 

চলতি মাসের শুরু থেকেই সচিব পরিবর্তনের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সরকারের উচ্চপর্যায়ে জসীম উদ্দিনকে সরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

 

বর্তমানে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে জার্মানির বার্লিনে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহেই জসীম উদ্দিনকে বিদায় জানানো হতে পারে।

 

এ পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে মন্ত্রণালয়ের কাজেও পড়েছে। ১৫ মে জাপানের টোকিওতে নির্ধারিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করার অনুরোধ জানায় বাংলাদেশ। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়।

 

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১২ ডিসেম্বর। ওই সময় পর্যন্ত তাকে অন্য কোনো দায়িত্বে রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।

 

চীনে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি কাতার, গ্রিসে রাষ্ট্রদূত এবং নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে তার নেতৃত্বে এথেন্স দূতাবাস জনপ্রশাসন পুরস্কার পায়।

জনপ্রিয়

আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরানোর সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত: ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সরকার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মাত্র আট মাস আগে নিয়োগ পাওয়া বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিবকে শিগগিরই বিদায় জানানো হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

 

গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপরই চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব পদে আনা হয়।

 

চলতি মাসের শুরু থেকেই সচিব পরিবর্তনের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত সরকারের উচ্চপর্যায়ে জসীম উদ্দিনকে সরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

 

বর্তমানে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে জার্মানির বার্লিনে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহেই জসীম উদ্দিনকে বিদায় জানানো হতে পারে।

 

এ পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে মন্ত্রণালয়ের কাজেও পড়েছে। ১৫ মে জাপানের টোকিওতে নির্ধারিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করার অনুরোধ জানায় বাংলাদেশ। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়।

 

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১২ ডিসেম্বর। ওই সময় পর্যন্ত তাকে অন্য কোনো দায়িত্বে রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।

 

চীনে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি কাতার, গ্রিসে রাষ্ট্রদূত এবং নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে তার নেতৃত্বে এথেন্স দূতাবাস জনপ্রশাসন পুরস্কার পায়।