আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় প্রচারণা ও কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬, তারিখ: ০৩/১১/২০০৮) স্থগিত ঘোষণা করেছে।
এর আগে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির সকল কার্যক্রম স্থগিত করে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে নিবন্ধন স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।