ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
টানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের গুলিতে আহত ২, নিখোঁজ ৩ বাংলাদেশি ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস বর্ষার আগেই কদম ফুলের আগমন, প্রকৃতিতে জেগেছে অনন্য রূপ টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি, ১৪ বছরের জার্সি গর্বের স্মৃতি হয়ে রইল ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেও আফগান সীমান্তে শান্তির বার্তা, কাবুলে চীন-পাকিস্তান-আফগানিস্তান ত্রিপাক্ষিক বৈঠক জুলাই গণ-অভ্যুত্থান ও শাপলা চত্বরে গণহত্যা: মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে শুনানি পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ৪০ বিডিআর সদস্যের জামিন মঞ্জুর সিভিল সার্জনদের আন্তরিকতায় স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ বাড়ানো সম্ভব: ড. ইউনূস চট্টগ্রামে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ৪০ বিডিআর সদস্যের জামিন মঞ্জুর

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতর পিলখানায় ২০০৯ সালের বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক ৪০ জন বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন। জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া, যা গত ৮ মে দেওয়া হয়।

 

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে অনেকেই পূর্বে সাজাপ্রাপ্ত ছিলেন। আদালত নথিপত্র যাচাই করে ৪০ জনের জামিন মঞ্জুর করলেও বাকিদের আবেদন নামঞ্জুর করেন।

 

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম, হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, তাপস কুমার বিশ্বাস, আল আমিনসহ আরও অনেকে। এর আগে, ১৯ জানুয়ারি একই মামলায় ১৭৮ জন বিডিআর সদস্যের জামিন দিয়েছিলেন একই আদালত।

 

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়। ২০১৩ সালে হত্যা মামলার রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে আপিলের পর ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং ১৮৫ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

 

২০১০ সালে বিস্ফোরক মামলায় ৮৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। বর্তমানে হত্যা মামলার বিভিন্ন আপিল ও লিভ টু আপিল সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।

 

সরকার ইতোমধ্যে এ হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছে, যার কাজের মেয়াদ ৯০ দিন।

জনপ্রিয়

টানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ৪০ বিডিআর সদস্যের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১০ ঘন্টা আগে

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতর পিলখানায় ২০০৯ সালের বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক ৪০ জন বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন। জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া, যা গত ৮ মে দেওয়া হয়।

 

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে অনেকেই পূর্বে সাজাপ্রাপ্ত ছিলেন। আদালত নথিপত্র যাচাই করে ৪০ জনের জামিন মঞ্জুর করলেও বাকিদের আবেদন নামঞ্জুর করেন।

 

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম, হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, তাপস কুমার বিশ্বাস, আল আমিনসহ আরও অনেকে। এর আগে, ১৯ জানুয়ারি একই মামলায় ১৭৮ জন বিডিআর সদস্যের জামিন দিয়েছিলেন একই আদালত।

 

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা হয়। ২০১৩ সালে হত্যা মামলার রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে আপিলের পর ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং ১৮৫ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

 

২০১০ সালে বিস্ফোরক মামলায় ৮৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। বর্তমানে হত্যা মামলার বিভিন্ন আপিল ও লিভ টু আপিল সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।

 

সরকার ইতোমধ্যে এ হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছে, যার কাজের মেয়াদ ৯০ দিন।