ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা বাংলাদেশি পণ্যে ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞায় রপ্তানি হুমকির মুখে: জিটিআরআই বরখাস্ত সেনাসদস্যদের বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলো আইএসপিআর ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো দুঃখজনক: আইনজীবীদের মত আছিয়া ধর্ষণ-হত্যা: পরিবারের নিরাপত্তা নিয়ে এমজেএফ-এর গভীর উদ্বেগ চলতি মাসে ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার বিনা পারিশ্রমিকে ৩ হাজার কবর খোঁড়া মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটিকেও হত্যা দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদের বিরুদ্ধে মামলার আবেদন আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

জুলাই  গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষ, সোমবার আনুষ্ঠানিক ব্রিফিং

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ হয়েছে।

 

সোমবার (১২ মে) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবে প্রসিকিউশন।

 

এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে।

 

প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরবর্তীতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

 

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

 

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে এই বিচার চলছে।

 

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়।

 

এই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় বলে অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

জুলাই  গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষ, সোমবার আনুষ্ঠানিক ব্রিফিং

প্রকাশিত: ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ হয়েছে।

 

সোমবার (১২ মে) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করবে প্রসিকিউশন।

 

এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে।

 

প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরবর্তীতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

 

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

 

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে এই বিচার চলছে।

 

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়।

 

এই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় বলে অভিযোগ রয়েছে।