বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গিয়ে শিক্ষকরা তাদের সমর্থন জানান।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।
ড. মুহসিন উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন এবং ড. হাফিজ আশরাফুল হক ও উন্মেষ রায়সহ অন্য শিক্ষকরা বলেন, ভিসির অনুপস্থিতি, প্রশাসনিক অব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের মতো কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় ধ্বংসের মুখে পড়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুজয় শুভ ও শহিদুল শাহেদ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণ এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগে ইউজিসির দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, ভিসি ড. শুচিতা শরমিন বলেন, তিনি বর্তমানে বরিশালের বাইরে রয়েছেন এবং শিক্ষার্থীদের চারদফা দাবি মেনে নেওয়ার পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।