আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির নেতারা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে এনসিপির সঙ্গে যোগ দিয়েছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ ছাত্র জনতা।
তারা হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। তাদের দাবি, দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ না দিলে ‘জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ’ এক দফার মতো আরেকটি এক দফার ঘোষণা আসবে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ অবস্থান করবো।’
বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা যমুনার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।
এদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে পারে বলে একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।