ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গোলাপ মিয়া ওই গ্রামের পাইক মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ মিয়া দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির সামনের জমিতে ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে তিনি চিৎকার দিয়ে জমির একপাশে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানায়, বজ্রপাতজনিত মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

মোহনগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২১ ঘন্টা আগে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গোলাপ মিয়া ওই গ্রামের পাইক মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ মিয়া দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির সামনের জমিতে ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে তিনি চিৎকার দিয়ে জমির একপাশে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানায়, বজ্রপাতজনিত মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।