ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত একদিনে আরও অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় মৃতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, রোববার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। এছাড়া, সোমবার ভোরে চালানো পৃথক হামলায় আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।