বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার তথ্য জানিয়েছে। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে পিএসসি এসব বিস্তারিত জানায় এবং সঠিক তথ্য জানতে তাদের ওয়েবসাইট ভিজিটের নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী জুন মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮ থেকে ১৯ মে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।
এদিকে, ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় যাঁরা ৪৬তম বিসিএসে অংশ নিচ্ছেন, তাঁদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
পিএসসি আরও জানিয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।