ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের

প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা মহাসমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।

রোববার বিকেল ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করেন। সহস্রাধিক আন্দোলনকারী শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্ট মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

বিকেল ৪টার কিছু আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। তবে তারা রাস্তা ছেড়ে না গিয়ে সেখানেই অবস্থান নেন।

চাকরিবঞ্চিত আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা টানা ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নিশ্চিত নিয়োগ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

কিন্তু কিছু নিয়োগবঞ্চিত প্রার্থী রিট করলে আদালত ওই ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে। এরপর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে তাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ বাতিল ঘোষণা করে।

এর আগে গত বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেন চাকরিবঞ্চিত শিক্ষকরা। পরদিন বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের জলকামান ছুড়ে সরিয়ে দেয়।

চলমান এই আন্দোলন প্রসঙ্গে আন্দোলনকারীদের একজন, ইব্রাহীম খলিল, বলেন, “আমরা আমাদের ন্যায্য চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সচিবালয়ের সামনে গিয়ে আমাদের দাবি তুলে ধরাই আজকের পদযাত্রার মূল উদ্দেশ্য।”

সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয়

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

প্রকাশিত: ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা মহাসমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।

রোববার বিকেল ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করেন। সহস্রাধিক আন্দোলনকারী শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্ট মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

বিকেল ৪টার কিছু আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। তবে তারা রাস্তা ছেড়ে না গিয়ে সেখানেই অবস্থান নেন।

চাকরিবঞ্চিত আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা টানা ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নিশ্চিত নিয়োগ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

কিন্তু কিছু নিয়োগবঞ্চিত প্রার্থী রিট করলে আদালত ওই ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে। এরপর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে তাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ বাতিল ঘোষণা করে।

এর আগে গত বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেন চাকরিবঞ্চিত শিক্ষকরা। পরদিন বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের জলকামান ছুড়ে সরিয়ে দেয়।

চলমান এই আন্দোলন প্রসঙ্গে আন্দোলনকারীদের একজন, ইব্রাহীম খলিল, বলেন, “আমরা আমাদের ন্যায্য চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সচিবালয়ের সামনে গিয়ে আমাদের দাবি তুলে ধরাই আজকের পদযাত্রার মূল উদ্দেশ্য।”

সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।