ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

গাজীপুরে লাইনচ্যুত চিলাহাটি এক্সপ্রেসের চার বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে গাজীপুরের সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকামুখী রেলপথে যমুনা সেতু হয়ে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই বিকেলে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়েই দীর্ঘ ১৩ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিকেলে উদ্ধার অভিযান শুরু হয়।”

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

গাজীপুরে লাইনচ্যুত চিলাহাটি এক্সপ্রেসের চার বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে গাজীপুরের সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকামুখী রেলপথে যমুনা সেতু হয়ে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই বিকেলে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়েই দীর্ঘ ১৩ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিকেলে উদ্ধার অভিযান শুরু হয়।”

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।