ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় আসামি সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থেকে রিমান্ড চাওয়া হয়।

 

এছাড়া নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজিদ বোস্তামী থানার একটি ও হাটহাজারী থানার দুটি মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিলেন বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি প্রাণে বেঁচে যান।

 

এই হামলার উদ্দেশ্য ছিল এলাকা দখল নিয়ে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই এবং ছোট সাজ্জাদের গ্রেফতারের প্রতিশোধ। হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বিদেশে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে শিবির সাজ্জাদ।

 

গত ১ এপ্রিল নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তাদের পরিকল্পনায় মানিকসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় আসামি সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থেকে রিমান্ড চাওয়া হয়।

 

এছাড়া নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজিদ বোস্তামী থানার একটি ও হাটহাজারী থানার দুটি মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিলেন বায়েজিদ বোস্তামী এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি প্রাণে বেঁচে যান।

 

এই হামলার উদ্দেশ্য ছিল এলাকা দখল নিয়ে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই এবং ছোট সাজ্জাদের গ্রেফতারের প্রতিশোধ। হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বিদেশে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে শিবির সাজ্জাদ।

 

গত ১ এপ্রিল নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তাদের পরিকল্পনায় মানিকসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়।