নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় একটি খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয়রা জঙ্গলে অস্ত্র পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করলে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে, একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, “অস্ত্রগুলো পুলিশের কি না তা যাচাই করা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, খালের পাড়ের জঙ্গল থেকে স্থানীয়রা অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি জব্দ করে।
এ ধরনের পরিত্যক্ত অস্ত্র উদ্ধারকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অস্ত্রগুলোর উৎস ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশের এমন সতর্কতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।