আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা এবং এল সালভাদর—ল্যাতিন আমেরিকার এই চার দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য বিস্তারে নতুন চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর মতে, এসব চুক্তি যুক্তরাষ্ট্রে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম কমাতে ভূমিকা রাখবে।
কর্মকর্তা জানান, চারটি দেশের সঙ্গে চুক্তির কাঠামো আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি বছরের শেষের আগে আরও কয়েকটি দেশের সঙ্গেও অনুরূপ বাণিজ্য চুক্তি হতে পারে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা করতে যাচ্ছে, যা ফল-ফসলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমাতে সহায়তা করবে এবং আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গরুর মাংস এবং সাইট্রাসসহ কিছু আমদানিকৃত খাদ্যপণ্যের দাম কমাতে অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, মধ্য ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর সঙ্গে মার্কিন কর্মকর্তারা গঠনমূলক আলোচনায় রয়েছেন এবং ডিসেম্বরের মধ্যেই আরও কয়েকটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে পারে। উল্লেখ্য, গত এপ্রিল বিশ্বব্যাপী ৯০টিরও বেশি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগস্ট থেকে কার্যকর হয়।
সূত্র: রয়টার্স
ডেস্ক রিপোর্ট