ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে উচ্চমাত্রার বিস্ফোরক ওয়ারহেড বহনকারী একটি রুশ ড্রোন আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে, তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধকে আলোচ্যসূচির অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতা ও কূটনীতিকরা জড়ো হওয়ার সময় এই হামলা ঘটে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোন হামলায় প্রতিরক্ষামূলক কন্টেইনমেন্ট শেল্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়লেও তা নিভিয়ে ফেলা হয়েছে।
হামলার পর জেলেনস্কি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৫৮টি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।