সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানো হচ্ছে। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম এবং প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন। বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম ও প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে গঠিত ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরকে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দিতে বলা হয়েছে। পরামর্শক কমিটি সুপারিশ করেছে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুতেই ‘শিক্ষক’ পদে নিয়োগের এবং তাদের বেতন গ্রেড ১২তম নির্ধারণের। চাকরির দুই বছর পর স্থায়ীকরণ এবং আরও দুই বছর পর ‘সিনিয়র শিক্ষক’ পদে উন্নীত হয়ে ১১তম গ্রেডে উন্নীত হওয়ার প্রস্তাবও রয়েছে।
এছাড়া প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার জন্য উচ্চ আদালতের রায়ও রয়েছে। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। নিয়মানুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রস্তাব পাঠানোর পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।