দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং-এ জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, নিম্নমানের খাবার সরবরাহ, সরঞ্জামাদি সরবরাহে অসঙ্গতি এবং নির্মাণকাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পরপরই হাসপাতালের ৪ জন কর্মচারী ও ১ জন খাবার সরবরাহকারী ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার সকাল ১১টায় দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি টিম এই অভিযান শুরু করে। প্রায় সাড়ে ৪ ঘন্টাব্যাপী চলা এই অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
দুদক উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার জানান, “আউটসোর্সিং-এ জনবল নিয়োগে অনিয়ম, নিম্নমানের খাবার পরিবেশন, বেডশিট ও বালিশ সরবরাহে অসঙ্গতি, এবং হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতার অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে বেশ কিছু গুরুতর অসঙ্গতি পেয়েছি, যার মধ্যে সময়মতো খাবারে মাছ বা মাংস সরবরাহ না করা অন্যতম।”
এছাড়াও হাসপাতালের ভবন এক্সটেনশন ও আইসিইউ রুম নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। কমিশনের কাছে রিপোর্ট দাখিলের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান আতাউর রহমান সরকার।
অভিযানের প্রেক্ষিতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুকুল আলম, সুমন কুমার কুন্ডু, মাসুদ রানা, স্টুয়ার্ড পদের কর্মচারী মিজানুর রহমান এবং খাবার সরবরাহকারী ঠিকাদার জহুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. একেএম নুরুজ্জামান।