ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে।

আজ নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ বলেন,  এবারই প্রথম দেশের বাইরে এশিয়ার পাঁচটি দেশে এবং ইউরোপের দুটি দেশে মোট সাতটি দেশে প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

এছাড়া আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত কাজ শুরু হবে। যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেননি তাদের অনলাইনে যত দ্রুত সম্ভব আবেদন জমা দেয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনার। এসব কাজে সহযোগিতার জন্য স্থানীয় ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে।

আজ নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ বলেন,  এবারই প্রথম দেশের বাইরে এশিয়ার পাঁচটি দেশে এবং ইউরোপের দুটি দেশে মোট সাতটি দেশে প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

এছাড়া আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত কাজ শুরু হবে। যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেননি তাদের অনলাইনে যত দ্রুত সম্ভব আবেদন জমা দেয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনার। এসব কাজে সহযোগিতার জন্য স্থানীয় ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।