ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সংগঠনের জেলা সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শহরস্থ কালেক্টরেট মাঠে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবিতে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ধোকা দিয়ে, বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। দুর্নীতি করে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচার করেছে। কিন্তু ইসলামী আন্দোলন কারো কাছে বিক্রি হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাখির মতো ছাত্রদের গুলি করে মারছিল ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যানার নিয়ে হাজির হয়েছিল।
পরিশেষে তিনি আগামী জাতীয় নির্বাচনে লালমনিরহাট জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।