চট্টগ্রামের পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোমবার (৭ এপ্রিল) এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালতের বিচারক সাইদুর রহমান গাজীর রায়ে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাদের আরও ১ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফারুক সরদার (৩৮), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা (আদালতে উপস্থিত) এবং শামসুল হক (৫০), ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা (পলাতক, গ্রেফতারি পরোয়ানা জারি) ।
২০২১ সালের ২৮ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরীর মা একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। মা কর্মস্থলে যাওয়ার পর ফারুক প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ফারুক ও শামসুল পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী গর্ভবতী হলে বিষয়টি প্রকাশ পায়।
২০২২ সালের ২২ মার্চ তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার মোহাম্মদ সোলাইমানের যুক্তিতে অভিযোগ প্রমাণিত হয় ।
ফারুককে কারাগারে প্রেরণ করা হয়েছে, অন্যদিকে শামসুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আদালতের এ রায় নারী ও শিশু অধিকার সংগঠনগুলোকে স্বস্তি দিয়েছে, যারা দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য আদালতের প্রশংসা করেছেন।
এ ধরনের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা কামনা করেছেন মানবাধিকার কর্মীরা।