ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
একই ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ! জেনে নিন সহজ পদ্ধতি পাকিস্তানের আকাশসীমা বন্ধে চরম ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া, বছরে বাড়তি খরচ প্রায় ৬০০ মিলিয়ন ডলার সবজির দাম বেড়েই চলেছে, মুরগি-ডিমেও আগুন! আজ অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মহেশপুর সীমান্তে নারী ও শিশু পাচারের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ জামায়াত নেতাকে হুমকির ঘটনায় রাজারহাট বিএনপি আহ্বায়ককে শোকজ ভ্যাকসিনের পর গবাদিপশুর মৃত্যুতে খাগড়াছড়িতে তদন্ত রাজশাহীতে সাবেক কাউন্সিলর কামাল হোসেনের মৃত্যু মোহনগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ভারতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালানোর সময় আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

 

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বিওপি সীমান্ত এলাকায় ভারতের রণঘাট কোম্পানি তীর্থ বিশ্বাস (১৯) ও অরিন্দম বিশ্বাস (১৫) নামের দুই যুবককে আটক করে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের বাসিন্দা।

 

পরবর্তীতে সীমান্ত পিলার ৫৩-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসি অভিষেক কুমার। বৈঠক শেষে বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এছাড়া একইদিন মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ আরও ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা। অন্যদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয়

একই ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ! জেনে নিন সহজ পদ্ধতি

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ভারতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালানোর সময় আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

 

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বিওপি সীমান্ত এলাকায় ভারতের রণঘাট কোম্পানি তীর্থ বিশ্বাস (১৯) ও অরিন্দম বিশ্বাস (১৫) নামের দুই যুবককে আটক করে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের বাসিন্দা।

 

পরবর্তীতে সীমান্ত পিলার ৫৩-এর নিকটে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসি অভিষেক কুমার। বৈঠক শেষে বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এছাড়া একইদিন মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে ৩ নারী ও ২ শিশুসহ আরও ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা। অন্যদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।