ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি

দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ, ধরা খেল পরীস্থান ও সেলিম পাঞ্জাবি

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রি করছিলো সেলিম পাঞ্জাবি মিউজিয়াম প্রতিষ্ঠান।

এছাড়া, দেশি-বিদেশি কোনো ক্রয় ভাউচারও তারা দেখাতে পারেনি। এই অভিযোগে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই বাজারে অবস্থিত ‘পরীস্থান’ নামক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানেও একই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচারের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামক একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা আবর্জনা পাওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা

দেশীয় পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ, ধরা খেল পরীস্থান ও সেলিম পাঞ্জাবি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রি করছিলো সেলিম পাঞ্জাবি মিউজিয়াম প্রতিষ্ঠান।

এছাড়া, দেশি-বিদেশি কোনো ক্রয় ভাউচারও তারা দেখাতে পারেনি। এই অভিযোগে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একই বাজারে অবস্থিত ‘পরীস্থান’ নামক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানেও একই ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচারের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি’ নামক একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা আবর্জনা পাওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।