ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিএসএফের পুশইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন স্বজনদের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক ১৬ মে আত্মপ্রকাশ করছে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ চাঁদপুরে জামায়াতকে জড়িয়ে চাঁবিপ্রবি নিয়োগসংক্রান্ত সংবাদের প্রতিবাদ জামায়াত নেতার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিন প্রশাসনিক কর্মকর্তা অপসারণ গাইবান্ধায় মাছের গাড়ি উল্টে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর চবিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ই-কার সেবা পিছিয়ে গেল বাংলাদেশ-পকিস্তান সিরিজ পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে দল-মত নির্বিশেষে কাজের আহ্বান মেয়রের শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, ভিডিও ভাইরাল
দীর্ঘ ১৭ বছর কোম্পানিগঞ্জে

বিএনপিকে ইফতার কর্মসূচি বাস্তবায়নে ওবায়দুল কাদেরের বাধা!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপিকে দীর্ঘ ১৭ বছর ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ তোলেন।

 

ফখরুল ইসলামের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিএনপিকে ইফতার মাহফিল করতে বাধা দিয়েছে।

তিনি বলেন, “গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো।” ফখরুল ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল।”

 

ফখরুল ইসলাম বলেন, “বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনও চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।” তিনি আরও যোগ করেন, “যারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে পতিত আওয়ামী লীগের মতো অপকর্মে লিপ্ত হবে, তাদের জায়গা দলে হবে না। ত্যাগী, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। কোনো ধরনের পদ বাণিজ্য ও পকেট কমিটি মানা হবে না।”

 

কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করে আসছে দলটি। ফখরুল ইসলামের এই বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আওয়ামী লীগ নেতাদের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

 

এই ইফতার মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপকভাবে অংশ নেন। ফখরুল ইসলামের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

বিএসএফের পুশইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন স্বজনদের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে

দীর্ঘ ১৭ বছর কোম্পানিগঞ্জে

বিএনপিকে ইফতার কর্মসূচি বাস্তবায়নে ওবায়দুল কাদেরের বাধা!

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপিকে দীর্ঘ ১৭ বছর ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ তোলেন।

 

ফখরুল ইসলামের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিএনপিকে ইফতার মাহফিল করতে বাধা দিয়েছে।

তিনি বলেন, “গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো।” ফখরুল ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল।”

 

ফখরুল ইসলাম বলেন, “বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনও চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।” তিনি আরও যোগ করেন, “যারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে পতিত আওয়ামী লীগের মতো অপকর্মে লিপ্ত হবে, তাদের জায়গা দলে হবে না। ত্যাগী, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। কোনো ধরনের পদ বাণিজ্য ও পকেট কমিটি মানা হবে না।”

 

কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করে আসছে দলটি। ফখরুল ইসলামের এই বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আওয়ামী লীগ নেতাদের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

 

এই ইফতার মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপকভাবে অংশ নেন। ফখরুল ইসলামের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।