স্পেনের জাতীয় দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে ঢাকাস্থ স্পেন দূতাবাস। এ অনুষ্ঠানে দুই শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর পাঁচতারকা লো মেরিডিয়েন হোটেলে এ নৈশভোজের আয়োজন করেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু।
স্পেন দূতাবাসের এ আয়োজনে অংশ নিয়েছেন- অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আলোকচিত্র শিল্পী,সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত ও বালাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য খালেদ মাসুদ, ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির (আইএনএ) বিশেষ প্রতিবেদক ইমতিয়াজ আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রধান, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন।