ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি: সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ

বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের মতো ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

 

বুধবার (১২ মার্চ) এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়সহ সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। সরকার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা সম্প্রসারণ করলেও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। ফলে, তাদের সঙ্গে অন্য দপ্তর ও সংস্থার কর্মীদের চরম বৈষম্য তৈরি হয়েছে।

 

এতে আরও বলা হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নীতি-নির্ধারণী কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছুটির দিনেও অতিরিক্ত কাজ করলেও তারা কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা পান না। অথচ সামরিক ও বেসামরিক প্রায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী রেশনসহ বিশেষ ঝুঁকিভাতা পাচ্ছেন।

 

সংগঠনটি জানায়, ২০২০ সালের ২৯ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে রেশন সুবিধার জন্য আবেদন করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে খাদ্যশস্যের মজুত সংকট দেখিয়ে সে সময় আবেদনটি নাকচ করা হয়। ইতোমধ্যে প্রায় চার বছর কেটে গেছে, কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

এছাড়া, ২০১৫ সালে বেতনস্কেল বাস্তবায়নের পর প্রায় এক দশক পার হলেও নতুন বেতন কাঠামো প্রণয়ন হয়নি। বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

 

এসব বিষয় বিবেচনা করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত ন্যায্যমূল্যে রেশন সুবিধা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি: সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ

প্রকাশিত: ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের মতো ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

 

বুধবার (১২ মার্চ) এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়সহ সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। সরকার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা সম্প্রসারণ করলেও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। ফলে, তাদের সঙ্গে অন্য দপ্তর ও সংস্থার কর্মীদের চরম বৈষম্য তৈরি হয়েছে।

 

এতে আরও বলা হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নীতি-নির্ধারণী কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছুটির দিনেও অতিরিক্ত কাজ করলেও তারা কোনো অতিরিক্ত আর্থিক সুবিধা পান না। অথচ সামরিক ও বেসামরিক প্রায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী রেশনসহ বিশেষ ঝুঁকিভাতা পাচ্ছেন।

 

সংগঠনটি জানায়, ২০২০ সালের ২৯ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে রেশন সুবিধার জন্য আবেদন করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে খাদ্যশস্যের মজুত সংকট দেখিয়ে সে সময় আবেদনটি নাকচ করা হয়। ইতোমধ্যে প্রায় চার বছর কেটে গেছে, কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

এছাড়া, ২০১৫ সালে বেতনস্কেল বাস্তবায়নের পর প্রায় এক দশক পার হলেও নতুন বেতন কাঠামো প্রণয়ন হয়নি। বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

 

এসব বিষয় বিবেচনা করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত ন্যায্যমূল্যে রেশন সুবিধা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।