ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল করা নারী গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, মানসিক ভারসাম্যহীন কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি সাবেক এমপির বাড়ি দখল করেন। পরে যৌথবাহিনীর অভিযানে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করা হয়। সে সময় মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হলেও পরে মামলার ভিত্তিতে পুনরায় গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রোববার দুপুর ১১টায় টাঙ্গাইল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, তাদের বাড়ির কেচি গেটের তালা ভেঙে মিষ্টি ও অজ্ঞাতনামা আরও ৮-৯ জন ব্যক্তি ভেতরে প্রবেশ করে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়।

 

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। পরিকল্পিতভাবে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভেতরে প্রবেশ করান মিষ্টি। অভিযোগকারীকে হুমকি দিয়ে তিনি বলেন, “এই বাড়িতে থাকতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে, না হলে সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে।”

 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশের একটি টিম অভিযুক্ত মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে (২৭) গ্রেফতার করে।

 

এ ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল করা নারী গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, মানসিক ভারসাম্যহীন কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি সাবেক এমপির বাড়ি দখল করেন। পরে যৌথবাহিনীর অভিযানে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করা হয়। সে সময় মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হলেও পরে মামলার ভিত্তিতে পুনরায় গ্রেফতার করা হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রোববার দুপুর ১১টায় টাঙ্গাইল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, তাদের বাড়ির কেচি গেটের তালা ভেঙে মিষ্টি ও অজ্ঞাতনামা আরও ৮-৯ জন ব্যক্তি ভেতরে প্রবেশ করে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা) চুরি করে নিয়ে যায়।

 

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। পরিকল্পিতভাবে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভেতরে প্রবেশ করান মিষ্টি। অভিযোগকারীকে হুমকি দিয়ে তিনি বলেন, “এই বাড়িতে থাকতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে, না হলে সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে।”

 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশের একটি টিম অভিযুক্ত মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে (২৭) গ্রেফতার করে।

 

এ ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।