ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটাতে চাই: অ্যাডভোকেট শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ধন-সম্পদ কিছুই নয়, মানুষের সেবায় তা ব্যয় করতে না পারলে কোনো ফায়দা নেই। এ জগতে হাজারো কোটি টাকার মালিক আছেন অনেকেই, কিন্তু মানুষের সেবা করার মতো তাদের মন নেই। অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভাণ্ডার  ব্যয় করতে পারেননি। এতে করে দুনিয়া ও আখেরাতে তাদের কোনো কল্যাণ হবে না। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জীবনের সফলতা।
সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার মনির সেন্টারের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে স্থানীয় শ্যামারচর বাজারে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্যসেবা  বঞ্চিত দেখতে চাই না। গর্ভবতী আর কোনো মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যান। ভাটি এলাকার থেকে কোনো গর্ববতী নারীকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যেতে রাস্তায় প্রসব হয়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।
ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মাস্টার আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রায়হান উদ্দিন, ডা. কালিদাস রায়, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার বিজিত তালুকদার, ডা. এনায়েত হোসাইন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের ম্যানেজার এডমিন অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মোহাম্মদ তানভীর আহমেদ, ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি, আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ইবনে সিনা হেলথ কেয়ার মনির সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।
জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটাতে চাই: অ্যাডভোকেট শিশির মনির

প্রকাশিত: ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ধন-সম্পদ কিছুই নয়, মানুষের সেবায় তা ব্যয় করতে না পারলে কোনো ফায়দা নেই। এ জগতে হাজারো কোটি টাকার মালিক আছেন অনেকেই, কিন্তু মানুষের সেবা করার মতো তাদের মন নেই। অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভাণ্ডার  ব্যয় করতে পারেননি। এতে করে দুনিয়া ও আখেরাতে তাদের কোনো কল্যাণ হবে না। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জীবনের সফলতা।
সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার মনির সেন্টারের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে স্থানীয় শ্যামারচর বাজারে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্যসেবা  বঞ্চিত দেখতে চাই না। গর্ভবতী আর কোনো মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যান। ভাটি এলাকার থেকে কোনো গর্ববতী নারীকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যেতে রাস্তায় প্রসব হয়েছে এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।
ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মাস্টার আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রায়হান উদ্দিন, ডা. কালিদাস রায়, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার বিজিত তালুকদার, ডা. এনায়েত হোসাইন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের ম্যানেজার এডমিন অ্যান্ড ইনচার্জ আলী হায়দার মোহাম্মদ তানভীর আহমেদ, ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি, আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ইবনে সিনা হেলথ কেয়ার মনির সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।