লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের উপর রকেট হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল ৬ অক্টোবর রবিবার হিজবুল্লাহ দক্ষিণ লেবানন সীমান্তের কাছে আইডিএফের অবস্থান ও ঘাঁটিতে অনেকগুলো হামলার ঘোষণা দিয়েছে।
রোববার হিজবুল্লাহ যেসব হামলার কথা জানিয়েছে সেগুলো নিম্নরূপ:
- মধ্যরাতে হিজবুল্লাহ হাইফার দক্ষিণে ইসরায়েলের কারমেল সেনা ঘাঁটি এবং উত্তরাঞ্চলের তিবেরিয়াসের পশ্চিমে ইসরায়েলের অন্যতম প্রধান সেনা ঘাঁটি নিমরাতে রকেট হামলা চালায়।
- ব্লিদা শহরের উপকণ্ঠে ‘খালেট শুয়াইব’ এর দিকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় একটি ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আর্টিলারি শেল ছোঁড়ে হিজবুল্লাহ। ফলে ইসরায়েলি বাহিনীর অনেকে আহত হয় এবং পিছু হটতে বাধ্য হয়।
- ‘আল মানারা’ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
- ‘আল মানারা’ এলাকায় হিজবুল্লাহর হামলায় হতাহত সরিয়ে নিতে আসা বাহিনীর উপর পুনরায় হামলা চালায় হিজবুল্লাহ।
- শ্লোমি এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।
- ‘মার্গালিওট’ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে হামলা চালায় হিজবুল্লাহ।
- হাদাব ইয়ারিন অঞ্চলকে টার্গেট করে রকেট ছোঁড়ে হিজবুল্লাহ।
- ব্লিদা শহরের পূর্বে খালেদ শুয়াইব মহল্লায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি হামলা চালায় হিজবুল্লাহ।
- ‘বারাম’ বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ টার্গেট করে হিজবুল্লাহ।
- ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
- ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে ইসরায়েলের ‘৭২০০’ সামরিক ঘাঁটির বিস্ফোরক কারখানা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
- মা’আলত তারশিহা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থানে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।
- সাফাদ শহরে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
- কাফর গিলাদি এলাকায় ইসরাইলি সেনাদের উপর রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
- ইসরায়েলের কারমিয়েল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
- ইফতাচ এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
- লেবাননের আল বাগদাদি এলাকার আশপাশে ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
- হাইফার দক্ষিণে কারমেল ঘাঁটিতে ফাদি-১ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।
সূত্র: আল জাজিরা