বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৮২টি ক্যাটাগরিতে ১,৮২৫টি পদে সরাসরি নিয়োগ দেয়া হবে। এই পদগুলির মধ্যে উচ্চতর বেতন স্কেলসহ ৯ম, ১০ম এবং ১২তম গ্রেডের পদ রয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৮২ ক্যাটাগরির ১,৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও নির্দেশাবলী কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।
অনলাইনে আবেদন শুরু হবে ২৭ ফেব্রুয়ারি এবং শেষ তারিখ ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনপত্র সংশোধন করার সুযোগ আবেদন ফি জমাদানের পূর্ব পর্যন্ত থাকবে। প্রার্থীদের আবেদনপত্রের প্রিন্ট কপি দেখে ফি জমা দিতে হবে, কারণ ফি জমাদানের পর আবেদনপত্রে কোনো সংশোধনের সুযোগ থাকবে না।