ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন আবারও শাস্তির মুখে তাওহিদ হৃদয়, চার ম্যাচের নিষেধাজ্ঞা সোমালিয়ার পুন্টল্যান্ডে সামরিক রাডার স্থাপন করলো সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত আন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা এখনো অটুট: আলজাজিরাকে ড. ইউনূস উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী বাঁশখালীতে অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও গবাদি পশু পুড়ে ছাই রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল পুলিশের উপর রিকশাচালকদের হামলায় আরও ৪জন গ্রেপ্তার বাঁশখালীতে এস আলমের হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মহানগরীর আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দশটা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুটি গোডাউনে তা ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে যায়। তিন গোডাউনের মালিক আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফয়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয়

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মহানগরীর আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দশটা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুটি গোডাউনে তা ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে যায়। তিন গোডাউনের মালিক আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফয়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।