লবণ শিল্পের উন্নয়ন ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ কক্সবাজারে অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং লবণ মাঠ ও প্রস্তাবিত গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় চৌফলদন্ডীতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা শুনতে চান উপদেষ্টা। চাষিরা বর্তমানের লবণের নায্যমূল্য না পাওয়া, দালাল চক্রের দৌরাত্ম্য, চাষের জন্য খাস জমি বন্দোবস্তি না পাওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘লবণ উৎপাদন ও গুনগতমান বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চৌফলদন্ডীতে লবণ গবেষণা ইন্সটিটিউট হচ্ছে। এছাড়াও চাষিরা যেন লবণের ন্যায্যমূল্য পান সেই লক্ষ্যে নীতিমালার আলোকেই লবণবোর্ড গঠনসহ নানা বিষয়ে সরকার কাজ করছে। ’
বিগত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক লবণ উৎপাদনের তথ্য দিয়ে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘পাইলটিং প্রকল্পের মাধ্যমে দেশে লবণ উৎপাদন ও গুনগতমান যেমনি বাড়বে। চাষীরাও যাতে ন্যায্যমূল্য পান এ লক্ষ্যে সরকার কাজ করছে।’
আজ সকালে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান লবণ শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অবহিত হন। এই সময় আয়োডিনযুক্ত লবণ আইন, আয়োডিনযুক্ত লবণ বিধিমালা, জাতীয় লবণনীতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন , কক্সবাজারের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, বিসিকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান কোকন মিয়া, এটিএম নুরুল বশর চৌধুরীসহ আরও অনেকে।