ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক যশোরে জুলাই আহতদের চেক বিতরণে হট্টগোল, ভুয়া অন্তর্ভুক্তির অভিযোগ অসীম ও অপু উকিলের জব্দ সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে একদিনের শোক, ক্লাস ও পরীক্ষা স্থগিত জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবারের মানববন্ধন, আওয়ামী সরকারের বিচার দাবি জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ছাড় হজে নুসুক আইডি কার্ড হারালে কী করবেন? বাংলাদেশে উৎপাদিত শুটকির ৮৭ শতাংশ নিরাপদ, মাত্র ১৩ শতাংশে কীটনাশকের উপস্থিতি মে মাসের দুই শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: এককালীন উত্তোলনের সুযোগ ও ইসলামিক সংস্করণ চালুর পরিকল্পনা

‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।

 

মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

 

নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।

 

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’

 

মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’

 

উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।

 

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে।

জনপ্রিয়

আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক

‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।

 

মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

 

নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।

 

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’

 

মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’

 

উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।

 

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে।