এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ এবং ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উলামা পরিষদ ধর্মপাশা ও তৌহিদী জনতা।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদরস্থ বিজয় ২৪ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এরা ভারতের স্বার্থ বাস্তবায়নের এজেন্ট। ইসকনের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। এরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তারা এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে অন্যায় ভাবে হত্যা করেছে। এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।