দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, “গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আমরা আর চুপ থাকতে পারি না। প্রতিদিনের এই ট্র্যাজেডি আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। তাই মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে।”
তিনি আরও জানান, আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত কার্যকর হবে।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনূস শহরে ইসরাইলি বাহিনীর হামলায় চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মাল্টার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা ভীষণভাবে ব্যথিত। মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত।”
এর আগে মাল্টা এক ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আতিথ্য দিয়েছে এবং গত বছরের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পক্ষে ভোট দিয়েছে। তবে এতদিন আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি দেশটি।
মাল্টার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে সমর্থনের আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে আর্মেনিয়া, আয়ারল্যান্ড ও স্পেনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।