ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩ আট জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্কতা সংকেত জবি শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের রোডম্যাপ আসছে: তথ্য উপদেষ্টা মাহফুজ ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আক্তার ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৬৬২ জন সাত কলেজ শিক্ষার্থীদের জরুরি সংবাদ সম্মেলন শনিবার জাতীয় নাগরিক পার্টির যুব শাখা ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আক্তার

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, “আমরা এ অন্যায়ের বিচার চাই।”

 

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, “ফারাক্কায় বাঁধ দিয়ে পানি বন্ধ করে রেখে ভারত অন্যায় করেছে। এর প্রতিবাদে মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে লং মার্চ করেছিলেন। আমরা এখন ন্যায্য হিস্যা আদায় করব। ভারতের সঙ্গে আবারও চুক্তি করব। যদি হিস্যা না পাই, আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরব।”

 

তিনি আরও বলেন, “ফারাক্কার প্রভাবে সরাসরি ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ, জলজ প্রাণী, জীবন-জীবিকা—সবকিছু ধ্বংস হয়েছে। পানি শুকিয়ে এদেশে কারবালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।”

 

পরে তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

 

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, PIB মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহর আলী ও অন্যান্যরা।

জনপ্রিয়

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আক্তার

প্রকাশিত: ১১ ঘন্টা আগে

ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, “আমরা এ অন্যায়ের বিচার চাই।”

 

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, “ফারাক্কায় বাঁধ দিয়ে পানি বন্ধ করে রেখে ভারত অন্যায় করেছে। এর প্রতিবাদে মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে লং মার্চ করেছিলেন। আমরা এখন ন্যায্য হিস্যা আদায় করব। ভারতের সঙ্গে আবারও চুক্তি করব। যদি হিস্যা না পাই, আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরব।”

 

তিনি আরও বলেন, “ফারাক্কার প্রভাবে সরাসরি ৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ, জলজ প্রাণী, জীবন-জীবিকা—সবকিছু ধ্বংস হয়েছে। পানি শুকিয়ে এদেশে কারবালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।”

 

পরে তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

 

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, PIB মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহর আলী ও অন্যান্যরা।