শুধু একাডেমিক ডিগ্রি নয়, কর্মক্ষেত্রে সফলতা পেতে হাতে-কলমে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার (১৬ মে) বিকেলে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রমের খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদির হোসেন শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে টিটিসির সভাকক্ষে ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মনির হায়দার। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার সমাধানের আশ্বাস দেন তিনি।
মতবিনিময়ে বক্তারা জেলার অগ্রগতির জন্য দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন টিটিসির প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও।