ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আট জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্কতা সংকেত জবি শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের রোডম্যাপ আসছে: তথ্য উপদেষ্টা মাহফুজ ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আক্তার ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৬৬২ জন সাত কলেজ শিক্ষার্থীদের জরুরি সংবাদ সম্মেলন শনিবার জাতীয় নাগরিক পার্টির যুব শাখা ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ ডিগ্রি নয়, দক্ষতা অর্জনই গুরুত্বপূর্ণ: মেহেরপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষায় নতুন বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তথ্য চেয়ে তদন্ত কমিটির আহ্বান

বিজয়নগর সীমান্তে ৭৫১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও জনতার বাধায় পিছু হটলো বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫১ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধে এ চেষ্টা ব্যর্থ হয়।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুজরাট, ত্রিপুরা ও রাজস্থানে আটক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের পুশইনের উদ্দেশ্যে বিএসএফ সীমান্তে জড়ো হয়। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সীমান্তে জড়ো হন। ফেসবুক লাইভেও লোকজনকে আহ্বান জানানো হয়, ফলে শত শত মানুষ সীমান্তে উপস্থিত হয় এবং বিএসএফ পিছু হটে।

 

সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদীসহ বিভিন্ন এলাকায় রাতভর উত্তেজনা চললেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়া জানান, বিজিবির খবর পেয়ে এলাকাবাসীকে সীমান্তে যাওয়ার আহ্বান জানানো হয়, যা কার্যকর হয়। মেম্বার মামুন চৌধুরী জানান, বিএসএফের পুশইন চেষ্টার সময় এলাকায় মাইকিং করে জনগণকে জড়ো করা হয় এবং তাদের প্রতিরোধে বিএসএফ বাধ্য হয় সরে যেতে।

 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা জানান, জনগণের সহযোগিতায় বিজিবি পুশইন চেষ্টা প্রতিহত করেছে এবং এখনও সবাই সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, বিএসএফের পুশইনের খবর পেয়ে বিজিবি এবং স্থানীয় জনগণ প্রস্তুত ছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

জনপ্রিয়

আট জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনায় ১ নম্বর সতর্কতা সংকেত

বিজয়নগর সীমান্তে ৭৫১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও জনতার বাধায় পিছু হটলো বিএসএফ

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫১ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধে এ চেষ্টা ব্যর্থ হয়।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুজরাট, ত্রিপুরা ও রাজস্থানে আটক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের পুশইনের উদ্দেশ্যে বিএসএফ সীমান্তে জড়ো হয়। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সীমান্তে জড়ো হন। ফেসবুক লাইভেও লোকজনকে আহ্বান জানানো হয়, ফলে শত শত মানুষ সীমান্তে উপস্থিত হয় এবং বিএসএফ পিছু হটে।

 

সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদীসহ বিভিন্ন এলাকায় রাতভর উত্তেজনা চললেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মিয়া জানান, বিজিবির খবর পেয়ে এলাকাবাসীকে সীমান্তে যাওয়ার আহ্বান জানানো হয়, যা কার্যকর হয়। মেম্বার মামুন চৌধুরী জানান, বিএসএফের পুশইন চেষ্টার সময় এলাকায় মাইকিং করে জনগণকে জড়ো করা হয় এবং তাদের প্রতিরোধে বিএসএফ বাধ্য হয় সরে যেতে।

 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা জানান, জনগণের সহযোগিতায় বিজিবি পুশইন চেষ্টা প্রতিহত করেছে এবং এখনও সবাই সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, বিএসএফের পুশইনের খবর পেয়ে বিজিবি এবং স্থানীয় জনগণ প্রস্তুত ছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।